বাগেরহাটে যুব মহিলা লীগে পদ না পাওয়ায় ছাত্রী লীগের কর্মীরা হতাশ

0
95


বাগেরহাট সংবাদদাতা
বাগেরহাট সরকারি প্রফুল্ল চন্দ্র (পি.সি) কলেজের সাবেক সাধারন সম্পাদক নিলুফা ইয়াছমিন পাখি বাগেরহাট জেলা যুব মহিলা লীগের পদ না পাওয়ায় হতাশ পি.সি কলেজ শাখার ছাত্র লীগের কর্মীরা। শুক্রবার সরকারি পিসি কলেজ শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক অরুপ সাহা সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে পি.সি. কলেজ ছাত্রলীগ সভাপতি ও ছাত্র সংসদের ভি.পি. মোঃ ইয়াছির আরাফাত নোমানসহ ছাত্র লীগ কর্মীরা জানান, নিলুফা ইয়াছমিন (পাখি) দীর্ঘদিন ধরে অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে ছাত্র লীগ ও যুব লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন। তিনি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হল শাখা ছাত্র লীগ, সরকারি প্রফুল্ল চন্দ্র (পি.সি) কলেজের সাধারন সম্পাদক এবং ছাত্র সংসদ সরকারি প্রফুল্ল চন্দ্র (পি.সি.) কলেজ বাগেরহাট-এর নির্বাহী সদস্য (ছাত্রী) হিসেবে অত্যন্ত সুনামের সাথে দলীয় কার্যক্রম পরিচালনা করেছেন। সর্বশেষে বাগেরহাট জেলা যুব মহিলা লীগের প্রথম কমিটির যুগ্ম আহ্বায়িকা হিসাবেও দায়িত্ব পালন করেছেন। কিন্তু এত দায়িত্ব পালন করার পরও তাকে বর্তমান কমিটিতে কোনো পদে রাখা হয়নি।একজন কর্মঠ ও সততার সাথে দায়িত্ব পালন করেও তাকে সঠিক মূল্যায়ন না করায় আমরা সরকারি পিসি কলেজ শাখার ছাত্রলীগ কর্মীরা চরম হতাশ হয়েছি।এ ব্যাপারে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের হস্তক্ষেপ কামনা করছেন।

Comment using Facebook