বাগেরহাটে বজ্রপাতে দিন মজুরের মৃত্যু

0
255

বাগেরহাট সংবাদদাতা

বাগেরহাটের মোল্লাহাটে বজ্রপাতে ছালিমউল্লাহ শেখ(১৮) নামের এক দিন মজুর নিহত হয়েছেন। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে মোল্লাহাট উপজেলার ভান্ডারখোলা গ্রামের একটি মাঠে ধান রোপনের জন্য জমি প্রস্তুতের সময় বজ্রপাতে মারা যায় ছলিম উল্লাহ।পরে জমিতে থাকা অন্যান্য কৃষকেরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

নিহত ছালিমউল্লাহ শেখ ভান্ডারখোলা গ্রামের ফরিদ শেখের ছেলে। ছালিম উল্লাহ বছর দুই আগে পড়াশুনা বন্ধ করে দেয়।এরপর থেকে বাবার সাথে কৃষি কাজ করতেন।পাশাপাশি এলাকায় দিনমজুর হিসেবে কাজ করতেন ছালিম উল্লাহ। মোল্লাহাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ বজ্রপাতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

Comment using Facebook