বাগেরহাটে ১ম বিভাগ ফুটবল লীগ উন্মোচন ক্লাব ২-১ গোলে জয়ী

0
98


বাগেরহাট সংবাদদাতা
বাগেরহাটে বঙ্গবন্ধু জেলা প্রথম বিভাগ ফুডবল লীগে ইয়ং উন্মোচন ক্লাব ২-১ গোলে টাউন ক্লাবকে পরাজিত করে। বাগেরহাট জেলা ফুডবল এসোসিয়েশনের আয়োজনে শুক্রবার বিকালে শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হয়। এ সময় বাগেরহাট জেলা ফুডবল এসোসিয়েশনের সভাপতি ও পৌর মেয়র খান হাবিবুর রহমান, হায়দার আরী বাবু, অতি রায়, এ্যাড স্বপন দেবনাথ, মীর জয়েসি আশরাফি জেমসসহ বাগেরহাট জেলা ফুডবল এসোসিয়েশনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী ২৬ সেপ্টেম্বর টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

Comment using Facebook