বাগেরহাট সংবাদদাতা
বাগেরহাটে গাঙচিল আন্তজাতিক সাহিত্য সংস্কৃতি পরিষদের ৪৮ তম প্রতিষ্ঠা বর্ষিকী পালিত হয়েছে। গতকাল (১৫সেপ্টেম্বর) সন্ধ্যায় গাঙচিল আন্তজাতিক সাহিত্য সংস্কৃতি পরিষদ বাগেরহাট জেলা শাখার আয়োজনে শহরের রেডি অডিটরিয়াম মিলননায়তনে আলোচনা সভা ও কেক কাটাসহ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এদিন বিকালে ষ্টেডিয়ামের সামনে থেকে এক বণাঢ্য র্যালি বের করে র্যালীটি শহরের প্রধার প্রধান সড়ক প্রদক্ষিন শেষে র্যাডি অডিটরিয়ামে এসে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোজাহেরুল হক। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সৈয়দ শওকত হোসেন। সাধারন সম্পাদক সৈয়দা তৈফুন নাহারের সঞ্চলনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন জেলা কালচারাল অফিসার ও গাঙচিল উপদেষ্টা রফিকুল ইসলাম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও গাঙচিল উপদেষ্টা রিজিয়া পারভীন। এসময় অন্যান্যাদের মধ্যে বক্তৃতা করেন সংগঠনের সিনি সহ সভাপতি মোঃ মহিতুর রহমান প্রমুখ।
Comment using Facebook