বাগেরহাটে পাওনা টাকা চাওয়ায় ফুটন্ত তেল দিয়ে ঝলসে দেওয়া হয় বিক্রেতার

0
125


বাগেরহাট সংবাদদাতা
বাগেরহাটে কাপড় বিক্রীর পাওনা টাকা চাওয়ায় ক্ষিপ্ত হয়ে কড়াইয়ে থাকা ফুটন্ত তেল দিয়ে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে ক্রেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বাগেরহাটে মোড়েলগঞ্জ উপজেলার বনগ্রাম এলাকায়। কড়াইয়ে থাকা ফুটন্ত তেলে বিক্রেতা মিঠুর সাহার (৩০) ভাগ্নে সজিব সাহা (২৪) শরীরের বিভিন্ন স্থানে পুড়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে। বিক্রেতা মিঠুর সাহা জানান, কচুয়া উপজেলার বাধাল বাজরে নিউ শ্রী বস্ত্রালয় নামে আমার একটি কপড়ের দোকান আছে। পাশ^বর্তী বনগ্রাম জয়পূর্ব এলাকায় খাবারের দোকানদার বিশ^জিৎ সাহার (৪০) কাছে প্রায় ৮ মাস পূর্বের কাপড় বিক্রির ৮শত টাকা পাওনা রয়েছে। টাকা চাইলে সে বিভিন্ন সময় কালক্ষেপন করতে থাকে। বুধবার (১৪ সেপ্টেম্বর) সন্ধা ৭টার দিকে আমার পাওনা টাকা আনতে আমার ভাগ্নে সজিব সাহাকে বিশ^জিৎ সাহার দোকানে পাঠাই। বিশ^জিৎ সাহার কাছে পাওনা টাকা চাইতেই সে তেলে বেগুনে জ¦লে ওঠে একপর্যায়ে বিশ^জিৎ সাহা ক্ষিপ্ত হয় তার দোকানের কড়াইয়ে থাকা জলন্ত ফুটন্তÍ তেল আমার ভাগ্নে সজিব সাহার শরীরে ছুড়ে মারে। এতে আমার ভাগ্নের শরীরের বিভিন্ন স্থান ঝলসে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে। এই ধরনের নিকৃষ্ট কাজের সাথে জড়িত এই বিশ^জিৎ সাহার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুর রহমান বলেন,এ বিষয় অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহন হবে।

Comment using Facebook