খুলনা সংবাদদাতা
খুলনা জেলা আওয়ামী লীগ নেতার স্ত্রীর মৃত্যুতে নেতৃবৃন্দের শোক। খুলনা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ এফ এম মাকসুদুর রহমানের স্ত্রী বৃহস্পতিবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড. সুজিত অধিকারি সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ। মরহুমার মৃত্যুর সংবাদ পেয়ে তাঁর বাড়িতে যেয়ে পরিবারের সদস্যদের শ্বান্তনা জানান খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি, খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র তালুকদার আব্দুল খালেক, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড. সুজিত অধিকারি প্রমুখ।
খুলনায় আ’লী নেতার স্ত্রীর মৃত্যুতে শোক
Comment using Facebook