সাতক্ষীরায় ছুরিকাঘাতে মোটরসাইকেল চালক আহত : আটক ২

0
104


সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরা জেলার তালা উপজেলায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে লব মন্ডল (২৭) নামে এক ভাড়ায় চালিত মোটরসাইকেল ড্রাইভার আহত হয়েছেন। সে ডুমুরিয়া উপজেলার চুকনগর গ্রামের উত্তম মন্ডলের পুত্র। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাতে তালা উপজেলার তেঁতুলিয়া বিশ্বাসের মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে। তালা থানার এসআই রাজীব সরদার জানান, ভাড়ায় চালিত মোটরসাইকেলে দুই জন যাত্রী নিয়ে পাইকগাছা থেকে চুকনগর যাওয়ার পথে তালা উপজেলার তেঁতুলিয়া বিশ্বাসের মোড় নামক স্থানে পৌছলে চালকের বুকে ছুরি মারে যাত্রীবেশি ছিনতাইকারীরা। এসময় তার চিৎকারে পাশে থাকা তালা থানা পুলিশের টহল টিম সেখানে পৌছে ধাওয়া করে ছিনতাইকারীদের আটক করে। আটককৃতরা হলেন, পাইকগাছা উপজেলার জলিল গাইনের পুত্র সজীব গাইন (২১) ও মিজানুর রহমান গাজীর পুত্র সজীব মিলন (১৯)। এঘটনায় আহত মটোরসাইকেল ড্রাইভার লব মন্ডল কে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করা হয়েছে।

Comment using Facebook