দিঘলিয়া, কিশোর দে
দিঘলিয়া উপজেলাধীন ৬০ টি মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সবথেকে বড় উৎসব পালনে চলছে প্রতিমা তৈরির প্রতিযোগিতা। উপজেলার বিভিন্ন স্থানে সরজমিনে গিয়েদেখা যায়, এবছর দিঘলিয়া উপজেলা জুড়ে মোট ৬০ টি মন্দিরে শারদীয় দুর্গোৎসব এর আয়োজন করা হয়। প্রত্যেকটি মন্দিরে চলছে প্রতিমা তৈরির কাজে ব্যস্ত, যারা প্রতিমা তৈরির কাজ করেন (ভাস্কর বা পাল মহাশয়) তাদের কাছ থেকে জানা যায়, খড় কুটা আর কাদামাটি দিয়ে প্রতিমার কাজ প্রায় শেষ এখন শুকিয়েগেলে শুধুমাত্র রং এর আচঙ দিলেই প্রতিমা তৈরির কাজ শেষ হবে। এটা নিয়েই চলছে প্রতিযোগিতা, আর আলোচনার ঝড়, ইতিমধ্যে কাদা মাটির আদলে প্রতিমা তৈরি হয়েছে,বাকী শুধু রং এর আচড়, তারা আরো বলেন সনাতন ধর্মাবলম্বীদের সবথেকে বড় উৎসব, শারদীয় দুর্গোৎসব এই উৎসবকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বইছে আনন্দের ঘনঘটা, সরকারী সহায়তা আর প্রশাসনের সহযোগিতা পেলে এবছরের শারদীয় দুর্গোৎসব বেশ ভালো হবে বলে জানান, জানা যায় পহেলা অক্টোবর থেকে ষষ্টীপুজার মধ্যো দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসব, ইতিমধ্যে উপজেলার প্রত্যেকটি মন্দিরের তালিকা প্রশাসন মহলে জমা পড়েছে এবং প্রশাসনের সর্বদা তদারকি থাকবে দুর্গা উৎসবের মন্দিরগুলোতে এমনটি জানা যায়।
দিঘলিয়ায় ৬০ টি মন্দিরে চলছে প্রতিমা তৈরির প্রতিযোগিতা
Comment using Facebook