আল কোরআন

0
90


সূরা আরাফ
মক্কায় অবতীর্ণ। আয়াত : ২০৬; রুকূ : ২৪
৮৫. আর আমি মাদইয়ানবাসীদের নিকট তাদেরই ভাই শুআইবকে পাঠিয়েছিলাম। সে বলল, ‘হে আমার সম্প্রদায়! তোমরা একমাত্র আল্লাহর ইবাদত কর, তিনি ছাড়া তোমাদের আর কোন মাবুদ নেই। তোমাদের রবের পক্ষ হতে তোমাদের কাছে সুস্পষ্ট দলিল এসে গেছে। সুতরাং তোমরা ওজন ও পরিমাণ পূর্ণ কর, মানুষকে তাদের প্রাপ্য বস্তু কম দিয়ে ক্ষতিগ্রস্ত করবে না। আর দুনিয়ায় শান্তি স্থাপনের পর বিপর্যয় ঘটাবে না, তোমরা প্রকৃত ঈমানদার হলে এ পথই হল তোমাদের জন্য কল্যাণকর।

Comment using Facebook