বিনোদন ডেস্ক
এবার চিত্রনায়ক জায়েদ খানের সঙ্গে এক সিনেমায় কাজ করতে চান আশরাফুল আলম ওরফে হিরো আলম। সেই সিনেমায় পরিচালক যেভাবে চাইবেন, সেভাবে কাজ করবেন হিরো আলম। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাতে নিজের নতুন গান রিলিজ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন হিরো আলম। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। হিরো আলম বলেন, ‘জায়েদ খান আমাকে হিংসা করেন কি না, জানি না। আমি তাকে খুব ভালোবাসি এবং শ্রদ্ধা করি।’ তিনি বলেন, এরমধ্যে আমরা ছয়টি সিনেমা করার ঘোষণা দিয়েছি। তার মধ্যে চারটির কাজ শুরু হয়েছে। বাকি দুটি সিনেমা এখনো শুরু করিনি। যদি জায়েদ খানের সঙ্গে ব্যাটে-বলে মিলে যায়, তাহলে এ দুটি সিনেমাতে তাকে রাখা হবে। পরিচালক জায়েদ খানের ছবিতে আমাকে যে চরিত্রে রাখবেন, আমি সেই চরিত্রেই কাজ করতে রাজি। হিরো আলমের এমন বক্তব্যের প্রতিক্রিয়া জানতে জায়েদ খানের সঙ্গে যোগাযোগ করা হয়।
জায়েদ খানের সঙ্গে সিনেমায় কাজ করতে চান হিরো আলম
Comment using Facebook