স্টাফ রিপোর্টার, কেশবপুর
যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন, এক সময় কেশবপুরে ব্যাপক চাঁদাবাজি হত। সন্ত্রাস চাঁদাবাজদের অত্যাচারে সকলে অতিষ্ঠ হয়ে পড়েছিল। দলীয় নেতাকর্মীদের কোনো মর্যাদা ছিল না। অনেকে বাড়ি থেকে বের হতে পারতেন না। আমি কেশবপুরের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে সেই সন্ত্রাসী চাঁদাবাজরা লাপাত্তা হয়ে গেছে। স্বস্তি আর শান্তির কেশবপুর উপজেলা প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে স্বস্তি আর শান্তি দিয়েছেন। আর আমি কেশবপুর উপজেলাবাসীর স্বস্তি আর শান্তির জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। স্বস্তি আর শান্তির কেশবপুরে কোনো সন্ত্রাসী চাঁদাবাজের ঠাঁই নেই বলেও হুঁশিয়ারি উ”চারণ করেন তিনি। বৃহস্পতিবার বিকালে কেশবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার ব্যাবসায়ীগণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, পৌর মেয়র রফিকুল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেশবপুর বণিক সোসাইটির সভাপতি আব্দুল ওয়াদুদ, বণিক সমিতির সভাপতি নাছির উদ্দীন গাজী, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান, আড়ৎদার বুলু বিশ^াস প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিাত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউল হাসান হ্যাপী, অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার ওলিয়ার রহমান, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য মশিয়ার রহমান সাগর, যশোর জেলা আওয়ামী লীগনেতা রেজাউল করিম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, যুগ্ম-সম্পাদক ইয়ার মাহমুদ, কোষাধ্যক্ষ স্বপন কুমার মুখার্জী প্রমুখ। অপরদিকে- কেশবপুর সিনিয়র উপজেলা মৎস্য অফিসের আয়োজনে ২০২২-২৩ অর্থবছরে রাজস্ব খাতের অর্থায়নে বৃহস্পতিবার বিকালে ১৭ টি প্রতিষ্ঠানিক পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সজীব সাহার সভাপতিত্বে ও সহকারী মৎস্য অফিসার এম আলমগীর কবিরের পরিচালনায় বৃহস্পতিবার বিকালে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ পুকুরে আনুষ্ঠানিকভাবে পোনা মাছ অবমুক্ত করেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার।
কেশবপুরে ব্যবসায়ীদের মতবিনিময় সভায় এমপি শাহীন চাকলাদার -স্বস্তি আর শান্তির কেশবপুরে কোনো সন্ত্রাসী চাঁদাবাজের ঠাঁই নেই
Comment using Facebook