যশোর শিক্ষাবোর্ডে প্রথম পরীক্ষায় ১ হাজার ৮শ’ ২৯ পরীক্ষার্থী অনুপস্থিত

0
111


স্টাফ রিপোর্টার, যশোর
নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। প্রথমদিনের বাংলা প্রথমপত্রের পরীক্ষায় ১ হাজার ৮শ’ ২৯ জন পরীক্ষায় অংশ নেয়নি। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বাংলা প্রথমপত্র দিয়ে পরীক্ষা শুরু হয়েছে। শিক্ষাবোর্ডের ২৯৩ কেন্দ্রে বাংলা প্রথমপত্রে পরীক্ষার্থী ছিল ১ লাখ ৬২ হাজার ৪৭৭ জন। তারমধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ ৬০ হাজার ৬৪৮ জন পরীক্ষার্থী। যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র জানান, ‘এবারে ১ লাখ ৭০ হাজার ৩৭৭ জন পরীক্ষার্থী রয়েছে। তারমধ্যে বাংলা প্রথমপত্রে ছিল ১ লাখ ৬২ হাজার ৪৭৭ জন। যার থেকে ১ হাজার ৮২৯ জন অনুপস্থিত ছিল। অনুপস্থিত থাকা পরীক্ষার্থীদের মধ্যে যশোরে ২৯১, খুলনায় ২৪৫, বাগেরহাটে ১২৯, সাতক্ষীরায় ১৯৩, কুষ্টিয়ায় ১৯১, চুয়াডাঙ্গায় ১৬১, মেহেরপুরে ১১৪, নড়াইলে ১১৮, ঝিনাইদহে ২৭০ ও মাগুরায় ১১৭ জন রয়েছে।’ পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা শুরু হয়েছে। কোন কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তারপরও পরীক্ষা সংশ্লিষ্ট কোন কর্মকর্তা-কর্মচারির বিরুদ্ধে উপযুক্ত তথ্য-প্রমাণসহ অভিযোগ পাওয়া গেলে পরীক্ষা আইনে ব্যবস্থা নেয়া হবে।’

Comment using Facebook