যশোর জেলা পরিষদে চেয়ারম্যান পদে পিকুল ও সাধারণ সদস্য জবেদসহ ৮০ প্রার্থীর মনোনয়নপত্র জমা

0
95


স্টাফ রিপোর্টার, যশোর
যশোর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্য পদে ৮০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারমধ্যে চেয়ারম্যান পদে ২ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩৮ ও সাধারণ সদস্য পদে ৪০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সহকারি রির্টানিং কর্মকর্তা বাদল চন্দ্র অধিকারী জানান, ‘আগামী ১৭ অক্টোবর যশোর জেলা পরিষদের নির্বাচনের নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই লক্ষে চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যরা ১১ সেপ্টেম্বর থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা শুরু করেন। ১৫ সেপ্টেম্বর সংগ্রহ ও জমাদানের শেষ দিন ছিল। চেয়ারম্যান পদে যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাইফুজ্জামান পিকুল ও এলডিপির মারুফ হোসেন কাজল মনোনয়নপত্র জমা দিয়েছেন।’ তিনি আরো জানান, ‘যশোর সদর ৬নং সাধারণ ওয়ার্ডে মনোনয়নপত্র জমা দিয়েছেন যশোর জেলা জাতীয় শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি জবেদ আলী, শেখ ইমামুল কবীর, অহেদুজ্জামান, রাকিবুল আলম, সোহেল রানা, অহেদুজ্জামান, সুলতান মাহমুদ বিপুল ও শেখ আব্দুল মতলেব। এছাড়াও বাকি ৭টি সাধারণ ওয়ার্ডে ৩৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছে। আর সংরক্ষিত ৩টি মহিলা ওয়ার্ডে ৩৮ জন মনোনয়নপত্র দিয়েছেন।

Comment using Facebook