স্টাফ রিপোর্টার, মণিরামপুর
ভারতের বিকাশনগরের কানপুরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইয়োগা চ্যাম্পিয়নশীপ ২০২২ প্রতিযোগিতায় অংশ নিয়ে যশোর জেলার মণিরামপুরের মেয়ে সাত বছরের মানহা ইসলাম আরিশা স্বর্ণ পদক জিতেছে।
আন্তর্জাতিক অঙ্গনে এই পুরস্কার জেতায় গত ২ ফেব্রুয়ারি মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান আরিশাসহ ৪ জনকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেন স্বর্ণপদক প্রাপ্ত আরিশার জুজুৎসু কারাত শিক্ষক ও জাতীয় কোচ মণিরামপুরের আবু সুফিয়ান।
তিনি জানান গত ১৫ জানুয়ারি অনলাইন ভিডিও গ্রুপে ভারতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইয়োগা চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতায় অংশ নেয় আরিশা। এরপর ৩১ জানুয়ারি ইয়োগা ফেডারেশনের জেনারেল সেক্রেটারি সোবিত পান্ডে ফলাফল ঘোষণা করেন। এতে মণিরামপুরের আরিশাসহ বাংলাদেশের ৪ জন স্বর্ণ পদক অর্জন করেন। এছাড়া ইতিপূর্বে ঢাকায় অনুষ্ঠিত জুজুৎসু কারাত প্রতিযোগিতায় শিশু আরিশা এবং তার মা রাবেয়া খাতুন মৌসুমি স্বর্ণপদক লাভ করেন।