স্টাফ রিপোর্টার (খুলনা)
বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপের প্রভাবে টানা কয়েক দিনের বৃষ্টির পর সূর্যের দেখা পেলো খুলনাবাসী। বৃষ্টি শেষে সূর্য ওঠায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে স্থানীয় কর্মজীবী মানুষ। বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপের প্রভাবেই সারা দেশে হয় এ বর্ষণ। জলাবদ্ধতায় বিপাকে পড়েছে নগরীর পরীক্ষার্থীরা। যথাসময়ে পরীক্ষাকেন্দ্রে যেতে তাদের যথেষ্ট বেগ পেতে হয়েছে। খুলনায় বৃষ্টির রেকর্ড হয়েছে বুধবার। এদিন রাত ১২টা থেকে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত ১৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত খুলনায় ২৪ ঘণ্টায় ১৪৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা এ বছরের সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড। এদিকে, বৃহস্পতিবার থেকে দেশব্যাপী শুরু হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা। জলাবদ্ধতায় বিপাকে পড়েছে নগরীর পরীক্ষার্থীরা। যথাসময়ে পরীক্ষাকেন্দ্রে যেতে তাদের যথেষ্ট বেগ পেতে হয়েছে। বেলা সাড়ে দশটায় নগরীর করোনেশন বালিকা বিদ্যালয় কেন্দ্রে যাওয়ার পিটিআইমোড় ও হাজি মহসনি রোডে দেখা যায় পানি। সেই পানি উপেক্ষা করেই শিক্ষার্থীরা ছুটছেন পরীক্ষার কেন্দ্রে। কেন্দ্রের সামনে দাড়িয়ে থাকা নগরীর শিপইয়াড এলাকার রুবেল বলেন, তার বোন সাদিয়া শিপইয়ার্ড মাধ্যমিক বিদ্যালয় থেকে পরীক্ষা দিচ্ছে সে। শিপইয়ার্ড এলাকার রাস্তার অবস্থা নাজুক। সকাল থেকে যাতয়াতের জন্য রিক্সা বা ইজিবাইক পাওয়া যাচ্ছিলো না। তারপর অনেক কষ্টে একটা ইজিবাইক পেলেও ভাড়া নিয়েছে অতিরিক্ত। রাস্তার যে অবস্থা আমার বোন টেনশনে ছিল সুস্থভাবে পরীক্ষা দিতে আসতে পারবে কি না? আল্লাহর রহমতে পরে ভালোভাবে পৌছেছি হলে। পাশে দাঁড়িয়ে থাকা মোঃ জিল্লুর রহমান জানান, তার পুত্র সাদনান মডেল স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করেছে। সোনাডাঙ্গা থেকে আসতে তাকেও অতিরিক্ত ভাড়া দিয়ে রিক্সায় আসতে হয়েছে। তারপর রাস্তায় পানিতে রিক্সার চাকা তলিয়ে যায়। যাই হোক বৃষ্টির ভিতর আল্লাহর ভরসায় তারা পৌছেছেন কেন্দ্রে। খুলনায় এবার ৫৮টি কেন্দ্রে অংশ নিচ্ছে ২৬ হাজার ৮ জন পরীক্ষার্থী। এ বছর খুলনা মেট্রোপলিটন এলাকার ৩৩টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। খুলনার কেন্দ্রগুলো হচ্ছে জিলা স্কুল, দৌলতপুর মুহসিন, পাবলিক কলেজ, বঙ্গবাসী, নৌ-বাহিনী, গভ. ল্যাবরেটরী, খুলনা সরকারী বালিকা, বয়রাস্থ সরকারী মডেল, হাজী ফয়েজউদ্দিন, সরকারী করোনেশন, সরকারী মডেল, ফাতেমা, বিকে ইউনিয়ন, খুলনা কলেজিয়েট, রোটারী মাধ্যমিক, পল্লী মঙ্গল, ইকবালনগর বালিকা, ইসলামাবাদ কলেজিয়েট, খালিশপুর মাধ্যমিক, আফিলুদ্দিন, দৌলতপুর মুহসিন বালিকা, আরআরএফ, খানবাড়ি মাধ্যমিক, চালনা বালিকা বিদ্যালয়, বাজুয়া ইউনিয়ন মাধ্যমিক, পাইকগাছা সরকারী, কপিলমুনি সহচরী বিদ্যামন্দির, আর কে বি কে, চাঁদখালী মাধ্যমিক, গড়ইখালী মাধ্যমিক, কপিলমুনি মাধ্যমিক, বটিয়াঘাটা হেডকোয়াটার, খারাবাদ বাইনতলা, চক্রাখালী, ডুমুরিয়া এনজিসি ও এনসিকে, শাহাপুর মাধ্যমিক, দিব্যা পল্লী মাধ্যমিক, সাহস নোয়াকাটি, ফুলতলা রি-ইউনিয়ন, ক্যান্টনমেন্ট পাবলিক, জামিরা মাধ্যমিক, শিরোমনি মাধ্যমিক, কাজদিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, বেলফুলিয়া ইসলামিয়া, শিয়ালী মাধ্যমিক, দিঘলিয়া এম এ মজিদ, সেনহাটি সরকারী, হাজী ছায়েমউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় ও গাজীরহাট হাজী নৈমুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়, কয়রা মদিনাবাদ, আমাদী জায়গীরমহল, ভিকেএসএ গিলাবাড়ী, সুন্দরবন মাধ্যমিক, ইখুড়িকাটেঙ্গা, ডুমুরিয়া সরকারী বালিকা, কয়রা চান্নিচক কলেজিয়েট ও শলুয়া পূর্ণচন্দ্র মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র। গ্রামের কেন্দ্র গুলোতেও পৌছাতেও একি সমস্যা হয়েছে পরীক্ষার্থীদের বৃষ্টির কারনে।
খুলনায় বৃষ্টি ও রাস্তার জলাবদ্ধতায় বিপাকে পড়েছে এসএসসি পরীক্ষার্থীরা
Comment using Facebook