নওয়াপাড়া ডেস্ক
মুমিন বান্দা জামাতে নামাজ আদায় করলে তা কবুল হওয়া সময়ের ব্যাপার মাত্র। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জামাতে নামাজ পড়ার ব্যাপারে জোর নির্দেশ দিয়েছেন। মসজিদে জামাতে নামাজ আদায়ের অনেক সওয়াব রয়েছে। এ সম্পর্কে একাধিক রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন- ১. জামাতে নামাজ পড়ার ফজিলত একা পড়ার চেয়ে ২৭ গুণ ঊর্ধ্বে। (বুখারি ও মুসলিম) ২. রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরও বলেছেন, একজন লোক ঘরে নামাজ পড়লে একটি নেকি পান, তিনি ওয়াক্তিয়া মসজিদে পড়লে ২৫ গুণ, জুমা মসজিদে পড়লে ৫০০ গুণ, মসজিদে আকসায় পড়লে ৫০ হাজার গুণ, আমার মসজিদে অর্থাৎ মসজিদে নববীতে পড়লে ৫০ হাজার গুণ এবং মসজিদুল হারাম বা কাবার ঘরে পড়লে এক লাখ গুণ সওয়াব পাবেন। (ইবনে মাজা, মিশকাত) জামাতে নামাজ আদায়ে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ বিষয়। যেগুলো মেনে জামাতে নামাজ পড়া জরুরি।
জামাতে নামাজ পড়তে মনে রাখতে হবে যে বিষয়গুলো
Comment using Facebook