স্টাফ রিপোর্টার, মণিরামপুর
মণিরামপুরে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন ১৭৭ জন জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। চলতি পরীক্ষায় উপজেলার ১৩টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিলেন ৫ হাজার ১২০ জন। এরমধ্যে দাখিল পরীক্ষার্থীর অনুপস্থিতি ছিল তুলনামুলক বেশি। সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, উপজেলার ১১টি কেন্দ্রে এসএসসি, কারিগরি এবং ভোকেশনাল পরীক্ষায় ৩ হাজার ৯৫৬ জন পরীক্ষার্থী অংশ নেয়ার কথা থাকলেও এর মধ্যে ৪৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এতে অনুপস্থিতির হার ছিল ১.২১%। অপরদিকে উপজেলার ২টি কেন্দ্রে ১১শ’৬৪ জন জন শিক্ষার্থীর দাখিল পরীক্ষায় অংশ নেয়ার কথা থাকলেও অনুপস্থিত ছিলেন ১২৯ জন। এতে অনুপস্থিতির হার ছিল ১১.০৪%। দাখিল পরীক্ষার ২ কেন্দ্রের মধ্যে মণিরামপুর ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ৫২ জন শিক্ষার্থী অনুপিস্থত ছিলেন এবং রাজগঞ্জ ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ৭৭ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। অপরদিকে উপজেলার মণিরামপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১০ জন, সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্রে ৪ জন, রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৪ জন, শহীদ স্মৃতি বালিকা বিদ্যালয় কেন্দ্রে ২ জন, নেহালপুর স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ১ জন, মশিয়াহাটি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৪ জন, পাঁবাড়িয়া-পাঁচকাটিয়া মাধ্যমকি বিদ্যালয় কেন্দ্রে ৪ জন, পলাশি মাধ্যমকি বিদ্যালয় কেন্দ্রে ৩ জন, রাজগঞ্জ ভোকেশনাল কেন্দ্রে ৪ জন এবং মশিয়াহাটি মহিলা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আলী হাসান জানান, দাখিল পরীক্ষার্থীর অনুপস্থিতির বিষয়টি খতিয়ে দেখা হবে।
মণিরামপুরে এসএসসি সমমানের ১শ’ ৭৭ পরীক্ষার্থী অনুপস্থিত
Comment using Facebook