নড়াইল সংবাদদাতা
নড়াইল জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭ জন এবং সাধারণ সদস্য পদে ১৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সহকারি রিটার্ণিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার জসিম উদ্দিন জানান, বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক প্রশাসক অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, স্বতন্ত্র প্রার্থী সৈয়দ ফয়জুল আমীর লিটু ও স্বতন্ত্র প্রার্থী এসএম সুলতান মাহমুদ বিপ্লব মনোনয়নপত্র জমা দিয়েছেন। সংরক্ষিত মহিলা সদস্য পদে ১নং ওয়ার্ডে ৪ জন এবং ২নং ওয়ার্ডে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া সাধারণ সদস্য পদে ১নং ওয়ার্ডে ৫ জন, ২নং ওয়ার্ডে ৫জন এবং ৩নং ওয়ার্ডে ৪জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। বাংলাদেশ আওয়ামী লীগের মনোননীত প্রার্থী এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস রিটার্ণিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের নিকট মনোনয়নপত্র জমা দেন।
Comment using Facebook