মোংলায় ভারী বৃষ্টিপাত : নেই আবহাওয়া অফিসের সতর্ক বার্তা

0
152


এইচ.এম, দুলাল, মোংলা
মোংলায় রাত পৌনে ৪টা থেকে ভোর ৬টা পর্যন্ত প্রচন্ড ভারী বৃষ্টিপাত হয়েছে। এই সোয়া দুই ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে ৫৪ মিলিমিটার। বৃহস্পতিবার ভোর ৬ থেকে সকাল ৯টা পর্যন্ত বৃষ্টি হয়েছে ৭ মিলিমিটার। আর গত রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মোংলায় মোট বৃষ্টিপাত হয়েছে ১৯৭ মিলিমিটার। এদিকে ভারী বৃষ্টিপাতে পৌর শহরের মিয়াপাড়া, মুন্সীপাড়া, পশু হাসপাতাল রোড, জয়বাংলা, এন্নিওপাড়া, কেওড়াতলা, মাছমারাসহ বিভিন্ন ইউনিয়নের নিম্নাঞ্চল তলিয়ে গেছে। এতে রাস্তাঘাট, মাছের ঘেরের ভেড়ী বাঁধ, বসতবাড়ী ঘরও পানিতে ডুবে রয়েছে। তবে বৃহস্পতিবার বিকেলের পর থেকে আবহাওয়া স্বাভাবিক হয়ে আসবে বলে জানিয়েছেন মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ অমরেশ চন্দ্র ঢালী। তিনি বলেন, সতর্ক সংকেত উঠিয়ে দেয়া হয়েছে। ফলে এখন আর তেমন বৃষ্টি-বাতাসের সম্ভাবনা নেই। আশা করছি শুক্রবার থেকে রৌদ্রজ্বল আবহাওয়া বিরাজ করবে। পূর্র্ব সুন্দরবনের করমজল বন্যপ্রাণী ও প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বুধবার (১৪ সেপ্টেম্বর) বলেন, গত চারদিনে সুন্দরবনে জোয়ারের পানির উচ্চতা যে হারে বৃদ্ধি পাচ্ছে বন্যপ্রাণী হুমকির মুখে আছে।

Comment using Facebook