পাইকগাছা (খুলনা) সংবাদদাতা
পাইকগাছায় টানা ৪ দিন কর্মবিরতি পালন করেছে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ। গত সোমবার থেকে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সংযুক্ত কর্মকর্তা কর্মচারী কল্যাণ পরিষদের ব্যানারে ৫দফা নায্য দাবী আদায়ের লক্ষ্যে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পযর্šÍ এ কর্মবিরতি পালন করে। বৃহস্পতিবার কর্মবিরতির শেষ দিনে উপস্থিত ছিলেন, উপ-সহকারী প্রকৌশলী মুজিব কেল্লা আব্দুল আজিজ, উপ-সহকারী প্রকৌশলী সাইফুর রহমান, মারুফ হোসেন, সবুর খান, সুমন আল-মামুন ও সুজয় মিস্ত্রী। কেন্দ্রীয়ভাবে পরবর্তী যে নির্দেশনা আসবে সে অনুযায়ী আগামী কর্মসূচী পালন করা হবে বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস জানিয়েছেন।
পাইকগাছায় দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের ৪র্থ দিনের কর্মবিরতি
Comment using Facebook