সাতক্ষীরা সংবাদদাতা
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের পদনাম পরিবর্তন ও উন্নীতকরণসহ সকল শূণ্যপদ পূরণের দাবীতে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির আলোকে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এঁর নিকট দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সাতক্ষীরা’র ডিআরআরও-পিআইও এবং কর্মচারী কল্যান সমিতির নেতৃবৃন্দরা এ স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইয়ারুল হক, আশাশুনি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সোহাগ খান, শ্যামনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিরাজ হোসেন খান, পিআইও অফিসের কার্যসহকারি মোস্তাফিজুর রহমান প্রমুখ।
Comment using Facebook