বাঘারপাড়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টা : আদালতে মামলা

0
119


যশোর অফিস
যশোরের বাঘারপাড়া উপজেলার হাবুল্ল্য গ্রামের ইব্রাহিম মোল্লার ছেলে সাহেব আলী নামে এক ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। গত বুধবার একই গ্রামের প্রবাসীর স্ত্রী জনৈক গৃহবধূ বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। ওই গৃহবধু বাঘারপাড়া থানায় মামলা করার চেষ্টা করে ব্যর্থ হয়ে আদালতে মামলাটি করেন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক (জেলা ও দায়রা জজ) মো. গোলাম কবির অভিযোগের তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। মামলার অভিযোগে জানা যায়, জনৈক গৃহবধূর স্বামী বিদেশে থাকেন। এ সুযোগে আসামি সাহেব আলী প্রায় তার বাড়িতে এসে কুপ্রস্তাব দিতো।

Comment using Facebook