বাগেরহাট সংবাদদাতা
বাগেরহাটে বঙ্গবন্ধু জেলা প্রথম বিভাগ ফুডবল লীগে ইয়ং উন্মোচন ক্লাব ৩-২ গোলে সতীর্থ ক্লাবকে পরাজিত করে। বাগেরহাট জেলা ফুডবল এসোসিয়েশনের আয়োজনে বৃহস্পতিবার বিকালে শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হয়। এ সময় বাগেরহাট জেলা ফুডবল এসোসিয়েশনের সভাপতি ও পৌর মেয়র খান হাবিবুর রহমান, হায়দার আরী বাবু,অতি রায়, এ্যাড স্বপন দেবনাথ,মীর জয়েসি আশরাফি জেমসসহ বাগেরহাট জেলা ফুডবল এসোসিয়েশনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু জেলা প্রথম বিভাগ ফুডবল লীগ-২০২২ টুনামেন্ট এ দুটি গ্রুপে মোট ১০ টি দল অংশগ্রহন করবে। গত ০৩ সেপ্টেম্বর টুনামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়। আগামী ২৬ সেপ্টেম্বর টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
Comment using Facebook