বাগেরহাটে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

0
97


বাগেরহাট সংবাদদাতা
বাগেরহাটে ৫ দফা দাবী বাস্তবায়নের লক্ষে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা কর্মবিরতি পালন করেছে।দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরাধীন সংযুক্ত কর্মকর্তা- কর্মচারী কল্যান পরিষদের আয়োজনে গত ১২ সেপ্টেম্বর থেকে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আধাবেলা করে এ কর্মবিরতি শুরু হয়। বৃহস্পতিবার কর্মবিরতির চতুর্থ দিনে কর্মসূচির পাশাপাশি ঘন্টাব্যাপী এক মানব বন্ধন কর্মসূচি পালন করে।মানবন্ধন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারক লিপি প্রদান করেছে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ত্রান ও পূর্নবাসন কর্মকর্তা মোহাম্মাদ মাসুদুর রহমান, মো: রোকনুজ্জামান, মো: মফিজুর রহমান,সৈয়দা দিলরুবা,অঞ্জন কুন্ডুসহ দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

Comment using Facebook