স্টাফ রিপোর্টার, নেহালপুর
জাতীয় পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের ৮টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ পর্যায়ে নির্বাচনের জন্য বৃহস্পতিবার সকাল ১০ টার সময় বাজিতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে হল রুমে মণিরামপুর উপজেলার প্রাথমিক শিক্ষা পদক-২০২২ পদক মনোনয়নের জন্য ৩০টি স্কুল অংশগ্রহণ করে তার মধ্যে ০৮ টি স্কুল পদকের জন্য মনোনিত হয়েছে। মণিরামপুর উপজেলায় মোট ১০টি ক্লাস্টারে একই ভাবে ০৮ টি ক্যাটাগরিতে মনোনিত হয়েছে। সর্ব মোট মণিরামপুর উপজেলায় ৮০টি স্কুল মনোনিত হয়। উপজেলা সহকারী শিক্ষা অফিসার জানান আগামী সোমবার ৮০টি স্কুল থেকে ০৮টি স্কুল উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ হিসাবে নির্বাচিত হবে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম। মনোহরপুর ও দূর্বাডাঙ্গা দুইটি ইউনিয়ন নিয়ে বাজিতপুর ক্লাস্টারের যারা শ্রেষ্ঠ পর্যায়ে মনোনিত হয়েছেন। শ্রেষ্ঠ প্রধান শিক্ষক এম.ডি. আব্দুর রশিদ, কুশোরীকোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়। শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা- দীপা রাণী সরকার, ভবানীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়। শ্রেষ্ঠ সহ শিক্ষক-গৌর হরি চ্যাটার্জী, কোনাকোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়। শ্রেষ্ঠ সহ শিক্ষিকা-সোনিয়া সুলতানা, কাজিয়াড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়। শ্রেষ্ঠ বিদ্যালয়-কপালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়। শ্রেষ্ঠ বিদ্যাৎসাহী সমাজকর্মী-মোঃ আব্দুর রাজ্জাক সরদার, কপালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়। শ্রেষ্ঠ এ,এম,সি নির্মল ব্যানার্জী,-সহ শিক্ষক, খাকুন্দী মনোহরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়। শ্রেষ্ঠ কাব শিক্ষক-গোলাম সরোয়ার, প্রধান শিক্ষক, কাচারীবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়।
মণিরামপুরে প্রাথমিক শিক্ষা পদক মনোনয়নের সভা
Comment using Facebook