পাইকগাছা, খুলনা) সংবাদদাতা
মাত্র ২০ বছরে ধ্বসে পড়েছে খুলনার পাইকগাছায় নাছিরপুর খালের উপর নির্মিত ফুট ব্রিজটি। গত রোববার দুপুরে মাছের পোনাবাহী একটি পিকআপ ব্রিজের উপর উঠলেই হুড়-মুড়িয়ে মাঝ বরাবর ভেঙ্গে পড়ে। বিস্তীর্ণ অঞ্চলের প্রায় ৩ কি.মি. দৈর্ঘ্যরে নাছিরপুর খালের দু’পারে বসবাসকারী কয়েক গ্রামের বাসিন্দাদের সার্বিক যোগাযোগের একমাত্র মাধ্যম এই ফুট ব্রিজ। দু’পারের বসবাসকারী ছেলে-মেয়েদের স্কুল-কলেজে যাতায়াত করতে ব্রিজটিই একমাত্র ভরসা। খালের এ পারে তালতলা ও পারে গোয়ালবাথান-চিনিমলা এপারে অবস্থিত বিস্তীর্ণ অঞ্চলের বাসিন্দাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি কমিউনিটি ক্লিনিক আর ওপারে ১৯৫২ সালে প্রতিষ্ঠিত ১০নং জি.টি.চিনিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
পাইকগাছায় হুড়-মুড়িয়ে ভেঙ্গে পড়েছে ব্রিজ
Comment using Facebook