তাওহীদ হাসান উসামা
যশোরের অভয়নগরে ভয়াবহ আকার ধারণ করেছে ডেঙ্গু জ্বর। প্রতিদিন নতুন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। রোগীদের চাপ সামলাতে রিতিমত হিমসিম খেতে হচ্ছে হাসপাতালের ডাক্তার নার্স স্টাফদের। হাসপাতাল সুত্রে জানা যায়, গত একমাসে ডেঙ্গু রোগীদের আক্রান্তের হার আশংকাজনকভাবে বেড়েছে। আগষ্ট থেকে সেপ্টম্বরের ১৪ তারিখ সকাল ৯টা পর্যন্ত মোট ৯০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসাসেবা গ্রহণ করেছে বলে হাসপাতাল সুত্রে জানা গেছে। তবে ডেঙ্গুর লাগাম টানতে হাসপাতাল কর্তৃপক্ষের চেষ্টা অব্যহত রয়েছে বলে জানা যায়। রোগীদের অবস্থা খারাপ হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হচ্ছে। অবস্থা আরো জটিল আকার ধারণ করার আগে কার্যকরি উদ্যোগ গ্রহণের জন্য নওয়াপাড়া পৌরসভা, উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর হাসপাতালের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, পুরুষ ওয়ার্ডের অধিকাংশ রোগী ডেঙ্গু জ্বরে আক্রান্ত। এছাড়াও মহিলা ওয়ার্ডে বেশ কয়েকজন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। বেঙ্গল গেট এলাকার ওয়াহিদ জানান, হঠাৎ প্রচন্ড জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হই পরে টেষ্ট করে জানতে পারি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছি। শংকরপাশার আমজাদ মোল্যা জানান, বেশকিছুদিন ধরে জ্বরে ভুগছিলাম, ভেবেছিলাম সাধারণ জ্বর পরে অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি হতে বাধ্য হয়েছি। চলিশিয়া গ্রামের আশরাফুল হক জানান, ৪দিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছি এখনো কোন পরিবর্তন বুঝতে পারছিনা। চলিশিয়ার অপর একজন রোগী রাকিব জানান, প্রথমে অনেক জ্বর ছিল, এখন মোটামুটি জ্বর কিছুটা কম। ওয়াপদার মোড়ের অপুও ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। বিভাগদি গ্রামের হেলাল সরদার ও সালেহা বেগমও গত ০৬ দিন ধরে হাসপাতালে ভর্তি। দিয়াপাড়ার আঞ্জুমনোয়ারা বেগম জানান, প্রতিনিয়ত টেস্ট করতে করতে নিঃস্ব হয়ে পড়েছি। এব্যাপারে জানতে চাইলে অভয়নগর উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. ওয়াহিদুজ্জামান দৈনিক নওয়াপাড়াকে জানান, ডেঙ্গু প্রতিরোধে আমরা আমাদের সর্বচ্চ দিয়ে চেষ্টা করে যাচ্ছি। আমাদের এখানে ডেঙ্গু পরিক্ষার কিট ছিলনা, সিভিল সার্জন অফিস থেকে কিট এর ব্যবস্থা করেছি। আগামী ২ মাসের জন্য কিট রিজার্ভ রয়েছে। সম্পুর্ন বিনামূল্যে আমরা ডেঙ্গু রোগীকে চিকিৎসা দিয়ে যাচ্ছি। ইতিমধ্যে বিভিন্ন দপ্তরে ডেঙ্গু প্রতিরোধে চিঠি দিয়েছি।
অভয়নগরে ভয়াবহ আকার ধারণ করেছে ডেঙ্গু : প্রতিনিয়ত বাড়ছে রোগীর সংখ্যা
Comment using Facebook