ঢাকা অফিস
ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) নৈমুদ্দীন (৬৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। গতকাল বুধবার এই তথ্য নিশ্চিত করে পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, কারারক্ষীরা তাকে হাসপাতালে নিয়ে আসেন। এরপর জরুরি বিভাগের চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দির মৃত্যু
Comment using Facebook