এইচ, এম, দুলাল মোংলা (বাগেরহাট)
মোংলা বন্দরে অবস্থানরত বিদেশী বাণিজ্যিক জাহাজ থেকে চোরাইভাবে পাচারকালে ৫ হাজার ৪৮০ লিটার ডিজেল, ১ হাজার মিটার মুরিং রোপসহ একটি ট্রলার জব্দ করেছে মোংলা কোস্ট গার্ড। কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের (মোংলা) কর্মকর্তা লেঃ কমান্ডার এম মামুনুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টার দিকে মোংলা বন্দরের পশুর নদীতে অভিযান চালায় কোস্ট গার্ড সদস্যরা। এ সময় পশুর ও মোংলা নদীর ত্রিমোহনা এলাকায় একটি ইঞ্জিন চালিত ট্রলারের গতিরোধ করে তাতে তল্লাশি চালানো হয়। ট্রলারটিতে তল্লাশী চালিয়ে অভিযানকারী কোস্ট গার্ড সদস্যরা ৫ হাজার ৪৮০ লিটার ডিজেল ও ১ হাজার মিটার দৈর্ঘ্যের একটি মুরিং রোপ (জাহাজ বাঁধা মোটা রশি/ দড়ি) জব্দ করেন। ওই সময়ে অভিযানকারীদের উপস্থিাতি টের পেয়ে আগেভাগে ট্রলারে থাকা চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় কেউকে আটক করা সম্ভব হয়নি। তবে এসব জব্দকৃত মালামাল বিদেশী জাহাজ থেকে চোরাইভাবে পাচার করা হচ্ছিল। বুধবার বিকেলে জব্দকৃত ট্রলার, ডিজেল ও মুরিং রোপ মোংলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান কোস্ট গার্ডের এ কর্মকর্তা।
মোংলায় ভয়াবহ আকার ধারণ করেছে জাহাজ থেকে মালামাল চুরি!
Comment using Facebook