যশোর কেন্দ্রীয় কারাগারে ফাসির আসামীদের মধ্যে সংঘর্ষ

0
122


যশোর অফিস
যশোর কেন্দ্রীয় কারাগারের মধ্যে সংঘর্ষে আব্দুল জব্বার (৪০) নামে এক আসামী জখম হয়েছেন। গুরুতর অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত জব্বার মেহেরপুর জেলার গাংনী উপজেলার হারডাঙ্গা গ্রামের আব্দুর রহমানের ছেলে। কারাগার সূত্র জানায়, আসামী আব্দুল জব্বার ও পলাশ একই সেলে পাশাপাশি থাকেন। তারা দু’জনই মৃত্যুদন্ডে দন্ডিত। তাদের মধ্য বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। বুধবার সকালে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় পলাশ ক্ষিপ্ত হয়ে জব্বারের মাথায় ধারালো কোনো বস্তুদিয়ে আঘাত করে। সকাল সাড়ে ৯টায় বিষয়টি কারারক্ষী ঠিক পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সিনিয়র জেল সুপার ইকবাল কবির চৌধুরী জানান, তিনি ঘটনাস্থল পরির্দশন করেছেন। আহতকে উন্নত চিকিৎসার জন্য জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Comment using Facebook