অভয়নগরে অবৈধভাবে জমি ভোগ দখলের অভিযোগ

0
90


স্টাফ রিপোর্টার
অভয়নগরে অবৈধভাবে জমি ভোগদখলের অভিযোগ উঠেছে। উপজেলার বাগদাহ গ্রামের মৃত কামরুল মোল্যার ছেলে কাশেম মোল্যার বিরুদ্ধে। যশোর জেলা ম্যজিস্ট্রেট আদালতে ১৪৪ ধারায় মামলা দায়ের করেছেন একই গ্রামের মৃত আজিজ বিশ্বাসের ছেলে নাসির উদ্দিন। মামলা নং ৮০৮, মামলার বিবরণে জানা যায়, চলিশিয়া মৌজায় ৩৮৭৮, ৩৮৭০, ৩৮৭৪ দাগের ১০ শতক জমি, আরএস খতিয়ান নং ১০৫৪, ১৩৯৭। গত ৭/৮ বছর আগে জমি ভাগে দেওয়া হয় বাগদাহ গ্রামের মধ্যপাড়ার কাশেম মোল্যার কাছে। পরবর্তিতে কতিপয় সন্ত্রাসী দিয়ে জমিটি জোরপূর্বক দখলে নিয়ে নেয় তারা। বাঁধা দিতে গেলে ভুক্তভোগী নাসির উদ্দিনের পরে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে কাশেম মোল্যা ও তার সহযোগীরা। প্রাণের ভয়ে সেখান থেকে কোনমতে চলে আসতে বাধ্য হয় নাসির উদ্দিন ও ওয়ারেশগণ। এরপর বিভিন্ন ভাবে স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা করেও বারবার ব্যর্থ হন ভুক্তভোগী নাসির। তিনি জানান, অভয়নগর থানার এসআই ওহিদুল হক বিষয়টি তদন্ত করছেন। এমতাবস্থায় অভিযুক্ত কাশেম বিভিন্নভাবে আমাকে হুমকি ধামকি দিয়ে কাগজপত্র নিজের নামে করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের কাছে জমির কোন কগজপত্র না থাকায় টাকা পয়সা দিয়ে ভূয়া কাগজপত্র তৈরি করতে চায়। এবং আমাদেরকে প্রতিনিয়ত হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। বলছে আদালতে হাজির হতে দিবো না, দিন তারিখের দিন আটকে রাখবো। এমতাবস্থায় আতঙ্কে দিন যাপন করছে ভুক্তভোগী নাসির উদ্দিন বিশ্বাস। তিনি প্রশাসনের কাছে নিরাপত্তা ও সুষ্টু বিচার দাবী জানিয়েছেন।

Comment using Facebook