যশোরে চাঁদাদাবির ঘটনায় মামলা : চাকুসহ গ্রেফতার ১

0
101


যশোর অফিস
একটি সংঘবদ্ধ চক্র ভাড়ায় চালিত মোটর সাইকেল ভাড়া নিয়ে সদরের আম বটতলার অদূরে জোর পূর্বক বেগুন ক্ষেতে নিয়ে মারপিট ও চাকু ধরে ৫০ হাজার টাকা চাঁদাদাবি করে। পরে নগদ সাড়ে ৩ হাজার টাকা কেড়ে নিয়ে অবৈধ ভাবে একটি চায়ের দোকানের মধ্যে আটক রেখে বিকাশের মাধ্যমে টাকা এনে দেওয়ার চাপ সৃষ্টি করে। এ সময় র‌্যাব-৬ যশোর ক্যাম্পের একটি টহলদল চক্রের সদস্য সোহাগ নামে এক যুবককে বার্মিজ চাকুসহ গ্রেফতার করেছে। সে যশোর সদর উপজেলা পুলতাডাঙ্গা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। এ ঘটনায় মোটর সাইকেল চালক মিরাজুল ইসলাম বাদি হয়ে মঙ্গলবার ১৩ সেপ্টেম্বর রাতে কোতয়ালি মডেল থানায় গ্রেফতারকৃত সোহাগসহ সহযোগী ৩ জনের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। মিরাজুল ইসলাম যশোর সদর উপজেলার গাইদগাছী গ্রামের হারেজ আলী হাওলাদারের ছেলে। পলাতক আসামীরা হচ্ছে, সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের আব্দুলপুর গ্রামের আবুল হোসেনের ছেলে তৌহিদুল ইসলাম ও চুড়ামনকাঠি গ্রামের আজিজুর রহমানের ছেলে রবিউল। মিরাজুল ইসলাম মামলায় উল্লেখ করেন, সে মোটর সাইকেল ভাড়ায় চালিয়ে জীবিকা নির্বাহ করে। গত ১৩ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩ টায় বসুুন্দিয়া বাজার হতে একজন যাত্রী নিয়ে চুড়ামনকাঠি বাজারে আসে। চুড়ামনকাঠি বাজার থেকে বিকেল সোয়া ৫ টায় আব্দুলপুর বাজারে এসে অপেক্ষা করতে থাকে। ওই সময় সোহাগ নামে এক যুবক ২শ’ টাকা ভাড়া ঠিক করে মোটর সাইকেল চালককে আব্দুল পুর বাজার হতে চৌগাছা বাজারে যাওয়ার জন্য রওনা দেই। যাওয়ার পথে আমবটতলা হতে তৌহিদুলকে সোহাগ মোটর সাইকেলে উঠিয়ে কিছূদূর যাওয়ার পর মিরাজুল ইসলামকে রাস্তার পাশে জোর করে বেগুন ক্ষেতে নিয়ে যায়। সেখানে লাঠি দিয়ে মিরাজুল ইসলামের দুই পায়ে হাটুর নীচে ও উপরে মারপিট করে ও চাকু ধরে তার কাছে ৫০ হাজার টাকা চাঁদাদাবি করে।

Comment using Facebook