যশোরে আলোচিত রোশনি হত্যাকা- উৎঘাটন : আটক ৪

0
145


যশোর অফিস
যশোরে আলোচিত রওশনারা রোশনি হত্যাকা-ের কারণ উৎঘাটন করেছে (পুলিশ ইনভেস্টিকেশন অফ ব্যুরো) পিবিআই। এঘটনায় ঘটনায় রিয়াজুল আলম চৌধুরী ওরফে হৃদয় (১৬) ও রায়হান (১৬)সহ চারজনকে আটক করা হয়েছে। আটক রিয়াজুল ইসলাম হৃদয় নিহত রোশমির বোনের ছেলে এবং যশোর উপশহরে ডি-ব্লকের বাসিন্দা মাহমুদুর আলম চৌধুরীর ছেলে ও বোরহান ঘাতক হৃদয়ের বন্ধু একই এলাকার আব্দুল হাকিমের ছেলে। এঘটনায় বোরহানের মা ও হৃদয়ের আরেক বন্ধু নাহিদকেও আটক করা হয়েছে। নিহত রোশনী আশ্রম মোড় এলাকার বাসিন্দা সাবেক প্রাণী সম্পদ কর্মকর্তা মৃত মুস্তাফিজুর রহমান মনুর স্ত্রী। পিবিআই জানায়, হৃদয় মাঝে মধ্যে তার খালা ভিকটিম রোশনীর বাড়ীতে যাওয়া আসা করতেন। হত্যার কয়েকদিন আগেও হৃদয় ও তার বন্ধু বুরহানকে সাথে নিয়ে রোশনীর বাড়িতে আসে ও হত্যার পরিকল্পনা করে। এক পর্যায় সেই পরিকল্পনা অনুযায়ী গত ২৯ আগষ্ট রোশনীর বাড়ীতে যায় এবং রোশনীর সাথে বিভিন্ন কথাবার্তা বলে। কথাবার্তার একপর্যায়ে তারা অতর্কিত ধারালো চাকু দিয়ে রোশনীর পেটে বুকে ও গলায় উপর্যুপরি আঘাত করে হত্যা নিশ্চিত করে মৃতদেহ ঘরে থাকা বঙ্খাটের কাঠের চালার নিচে লুকিয়ে রাখে। পরে রোশনীর ব্যবহৃত ২টি মোবাইল ফোন ও আলমারীতে থাকা স্বর্ণের ও ইমিটেশনের গহনা বের করে নিয়ে পালিয়ে যায়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই স্নেহাশিস দাস, এসআই ডিএম নুর জামাল হোসেনের সমন্বয়ে একটি টিম ১৩ সেপ্টেম্বর সকাল সাড়ে আটটায় প্রথমে বুরহানকে বাগেরহাট জেলার রামপালেতার মামা বাড়ী থেকে আটক করে। বুধবার তাদেরকে আদালতে সোপর্দ করা হলে তারা হত্যার ঘটনা স্বীকার করে জবানবন্দি দেন।

Comment using Facebook