খুলনা ব্যুরো
খুলনায় স্বপ্নময় সাহা নামে এক কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সকালে শহরের মিস্ত্রিপাড়া মিস্ত্রিপাড়া প্রফেসর রোকন উদ্দিন সড়কের একটি বাসা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। স্বপ্নময় সাহা সুন্দরবন আদর্শ কলেজের অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। খুলনা শহরের প্রফেসর রোকন উদ্দিন সড়কের সৈয়দ মোফাজ্জল হোসেনের ভাড়াটিয়া সত্যজিৎ সাহার ছেলে তিনি। স্বজনদের দাবি, পরীক্ষায় খারাপ ফলাফল করায় মা-বাবা বকাঝকা করেন। এতে অভিমানে তিনি আত্মহত্যা করেছেন। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সবার অগোচরে বাথরুম যান স্বপ্নময়। কিছুক্ষণ পর বাড়ির লোকজন টের পেয়ে বাথরুমে গিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
খুলনায় কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার
Comment using Facebook