খুলনায় পানিতে তলিয়েগেছে ১০টি শিক্ষা প্রতিষ্ঠান

0
76


খানজাহান আলী থানা সংবাদদাতা
নিম্নচাপের প্রভাবে গত দুইদিন থেমে থেমে বৃষ্টিপাতে খুলনা শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়, গভ.ল্যাবরেটরী হাই স্কুল, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসহ পার্শবর্তি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পানিতে তলিয়ে গেছে। এছাড়া কুয়েটে কর্মচারীদের আবাসিকের বিভিন্ন ভবন, খানাবাড়ী পুরাতন টিটিসি রোডও পানিতে আছে। শিক্ষা প্রতিষ্ঠান গুলো জলাবদ্ধতার কবলে পড়ায় শিক্ষা কার্যাক্রম চরম ভাবে বিগ্ন সৃষ্টি হচ্ছে। সরেজমিন ঘুরে দেখাগেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(কুয়েট) কর্মচারীদের আবাসিকের ভবন, গভ.ল্যাবরেটরি হাই স্কুল খুলনা, উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইন্সটিটিউট খূলনা, টিচার্স ট্রেনিং কলেজ, খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসহ খানাবাড়ী পুরাতন টিটিসি রোড সম্পুর্ণ পানিতে তলিয়ে আছে। খুলনা শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যলয়ের ক্যাম্পাসে অবস্থিত শেখ হাসিনা আইসিটি ভবণের নিচতলায় পানি প্রবেশ করেছে। প্রতিষ্ঠানের কর্মচারীরা জানায়, ভবনের নিচতলায় পানি উঠায় কম্পিউটার ল্যাবে পানি ঢুকে পড়েছে। এতে করে কিছু মালামালের ক্ষতি হয়েছে। এভাবে আর কয়েক ঘন্টা বৃষ্টি হলে ভবনের মালামালের ব্যপোক ক্ষতি হবে এবং প্রশাসনিক ভবনের বিভিন্ন কক্ষে পানি প্রবেশ করবে। এলাকাবাসী বলছে গত দু’দিনের বৃষ্টিপাত এবং খানাবাড়ী, যাব্দিপুর, ফুলবাড়ীগেট, কপোতাক্ষ এবং মহেশ্বরপাশার বিশাল একটি এলাকার পানি নিষ্কাশনের সুষ্ট ও পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এই অঞ্চলের পানি এসে এ সকল শিক্ষা প্রতিষ্ঠান গুলো তলিয়ে জলাবন্ধতার সৃষ্টি হয়। এই অঞ্চলের পানি বের হওয়ার একমাত্র ব্যবস্থা ছিল গভ.ল্যাবরেটরি হাই স্কুল এবং এইচএসটিটিআই এর মাঝ দিয়ে যাওয়া কাঁচা একটি ড্রেন। বর্তমানে এই ড্রেনের মাধ্যমে পানি বিল ডাকাতিয়ার নিচু অংশ দিয়ে খালে যেতে না পারায় শিক্ষা প্রতিষ্ঠান গুলো পানিবন্দি হয়ে পডেছে। জলাবন্ধতার জলাবন্ধতা নিরশনে দ্রুত প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহণে খুলনা জেলা প্রশাসন, সিটি কর্পোরেশনের মেয়রসহ সংশ্লিষ্ট দপ্তরে হস্থক্ষেপ কামনা করেছে এলাকাবাসি।

Comment using Facebook