টিসিবির জন্য সোয়া ২ কোটি লিটার তেল ও ১৫ হাজার টন ডাল কিনবে সরকার

0
118


ঢাকা অফিস
সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ২ কোটি ২৫ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার। এজন্য ব্যয় ধরা হয়েছে ৪২১ কোটি ৩ লাখ ৫০ হাজার টাকা। এছাড়াও ১৬৫ কোটি টাকা ব্যয়ে সংস্থাটির জন্য ১৫ হাজার টন মসুর ডাল কেনা হবে। সরাসরি ক্রয়পদ্ধতিতে স্থানীয় সরবরাহকারীদের কাছ থেকে এসব পণ্য কিনবে সরকার। এ তেল ও ডাল সাধারণ মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে বিক্রি করবে টিসিবি। গতকাল বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সভা শেষে অনুমোদিত প্রস্তাবনাসমূহের বিষয়ে সাংবাদিকদের কাছে বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আবদুল বারিক।

Comment using Facebook