0
148

দেবহাটায় টানা বৃষ্টিতে ভেঙে পড়েছে ভিক্ষুক জোহরার বসতঘর
দেবহাটা (সাতক্ষীরা) সংবাদদাতা
দেবহাটায় কয়েক দিনের টানা বৃষ্টিতে ভেঙে পড়েছে মাঘরী গ্রামের ভিক্ষুক জোহরা বেগম (৬৫) বসতঘর। ঘর ভেঙে পড়ায় বর্তমানে অন্যের বাড়িতে আশ্রয় নিতে হয়েছে তার। কয়েকদিনের বৃষ্টির প্রভাবে মঙ্গলবার সন্ধ্যায় ঘরটি হঠাৎ ভেঙে পড়ে। আর সে সময় জোহরা বেগম ঐ ঘরের মধ্যে অবস্থান করছিলেন। আর এতে ঘর ভেঙে পড়ে তিনি মারাত্মক আহত হয়েছেন। খোঁজ নিয়ে দেখা গেছে, জোহারার স্বামী আব্দুল জব্বার কারিগর প্রায় ১৬ বছর আগে মারা গেছেন। স্বামীর পারিবারিক অবস্থা ভালো না থাকায় তেমন কোন সুযোগ সুবিধা না পেয়ে স্বামীর মৃত্যুর অন্যের কাছ থেকে চেয়ে কোন রকম দিন পার করতেন। স্বামীর বাড়িতে ভালো বাসস্থান না থাকায় কোন রকম পলিথিনে ঘেরা ও টালির ছাউনি খুঁপড়িতে বসবাস করতেন জোহরা। বসতঘরটি ঝড় বৃষ্টিতেই ছিল ঝুঁকিপূর্ণ। তাছাড়া কয়েকদিনের টানা বৃষ্টিতে ঘরের ছাউনি দুর্বল হয়ে ভেঙে পড়ে। এতে নিমেশেই শেষ হয়ে যায় জোহরার মাথা গোঁজার ঠাই। বর্তমানে তিনি ঐ প্রতিবেশীর বাড়ির বারান্দায় দিন কাটাচ্ছেন। স্থানীয় সাবেক ইউপি সদস্য হাফিজুর রহমান জানান, এ ঘটনা শোনামাত্র আমি অসহায় জোহরা বেগমকে দেখতে যাই। তাৎক্ষনিক ভাবে তার জন্য ডাক্তার এনে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। তার সুস্থতার জন্য প্রয়োজনীয় ঔষধের ব্যবস্থা করা হয়েছে।

Comment using Facebook