বিশেষ প্রতিনিধি, ঝিনাইদহ
ঝিনাইদহের শৈলকুপায় সেচ পাম্পের গভীর হাউজের ভিতরে দুই সাবকসহ তিন মেছোবাঘ আটকা পড়েছে। বুধবার ভোরে উপজেলার সারুটিয়া ইউনিয়নের গাংকুলা গ্রামের শাহবাড়িয়া বাড়িতে দুই সাবকসহ তিন মেছোবাঘ দেখতে পায় গ্রামবাসী। একটি সাবক মারা গেছে ও অপর দুইটি উদ্ধারের কাজ চলছে বলে বন বিভাগের কর্মকর্তা জানান। শামছুল মাওলানার ছেলে মুনমুন ইসলাম জানান, বুধবার ভোর রাতে সেচ পাম্পের গভীর হাউজের ভিতরে ভয়ংকর গর্জনে মানুষ আতঙ্কিত হয়ে উঠে। বাঘের মত ভয়ংকর শব্দ শুনে বোরিং ঘরে গেলে টর্চের আলোয় প্রথমে বাঘ ভেবে সে দৌড়ে পালায়। পরে আরো লোকজন ও পর্যাপ্ত আলোয় দুটি বাচ্চাসহ ৩টি মেছো বাঘের বিষয়টি নিশ্চিত হন। তবে সকাল থেকে আশপাশের গ্রামে বাঘ দেখার খবর ছড়িয়ে পড়ে। উৎসুক জনতা দলে দলে বাঘ দেখতে ভীড় জমাচ্ছে। ঝিনাইদহের বন বিভাগের কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, একটি সাবক মারা গেছে ও অপর দুইটি উদ্ধারের কাজ চলছে।
Comment using Facebook