যশোর অফিস
যশোর বালিয়া ভোকুটিয়া কলোনীপাড়া বাজারে বুধবার ভোর সাড়ে চারটার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে ১১টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বিদ্যুতের শর্টসাকিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস কর্মীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, মুহূর্র্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় ১১টি দোকান পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এ সময় আশেপাশের আরো কয়েকটি দোকান ক্ষতিগ্রস্থ হয়।
যশোরে অগ্নিকান্ডে ১১টি দোকান পুড়ে ছাই : কোটি টাকার ক্ষতি
Comment using Facebook