নিজস্ব প্রতিবেদক,যশোর
টানা ৫ দিনের বৃস্টিতে যশোরে স্বভাবিক জীবনযাত্র থমকে পড়েছে। বৃস্টিতে আমচাষীদের মাঝে স্বস্থি ফিরে আসলেও বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। তারা ঘর থেকে বের হতে না পারায় পরিবার পরিজন নিয়ে কষ্টে জীবন যাপন করছে। বঙ্গপোসাগরে সৃষ্ট নিম্ন চাপের ফলে শনিবার থেকে যশোরে হালকা ও মাঝারি বৃস্টিপাত হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে বৃস্টি আরো কয়েক দিন বলবত থাকতে পারে।#
বৃষ্টিতে যশোরে স্বভাবিক জীবনযাত্র থমকে পড়েছে
Comment using Facebook