৬৩ নং পরিচ্ছেদ
আবু তালিবের জন্য নবীজির শাফায়াত ও তাঁর শাস্তি হ্রাসকরণ প্রসংগে
১২৫। আব্বাস ইবনে আবদুল মুত্তালিব (রা) থেকে বর্ণিত। তিনি একদিন নবী (সা)-কে জিজ্ঞেস করলেন, আপনি আপনার চাচার (আবু তালিবের) কি উপকার করেছেন? তিনি তো আপনার হেফাজত করতেন ও আপনার জন্য লড়াই করতেন। নবী (সা) বললেন, বর্তমানে তিনি (আবু তালিব) মাত্র পায়ের গিরা পর্যন্ত আগুনে ডুবে আছেন। যদি আমি না থাকতাম, তবে জাহান্নামের গভীর গহ্বরে পড়ে থাকতেন। (বুখারী-কিতাবু মানাকিবিল আনসার)
আল হাদিস
Comment using Facebook