আল কোরআন

0
96


সূরা আরাফ
মক্কায় অবতীর্ণ। আয়াত : ২০৬; রুকূ : ২৪
৮৭. আমি যা নিয়ে প্রেরিত হয়েছি তার প্রতি যদি তোমাদের কোন একদল ঈমান আনে এবং অন্য দল ঈমান না আনে, তাহলে ধৈর্য ধারণ কর যতক্ষণ না আল্লাহ আমাদের মধ্যে চূড়ান্ত ফায়সালা করে দেন। তিনিই হলেন উক্ত ফায়সালাকারী। ১৮
নবম পারা

Comment using Facebook