যশোর অফিস
বেনাপোলের সাদিপুরের কৃষক শাহাজাহান হত্যা ও সোনা চোরাচালানের আলাদা মামলায় দুই জনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডও অর্থদন্ডের আদেশ দিয়েছে যশোরের আদালত। মঙ্গলবার সিনিয়র দায়রা জজ ও সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল জজ আদালতের বিচারক মো.ইখতিয়ারুল ইসলাম মল্লিক ও বিশেষ দায়রা জজ ও স্পেশাল জজ ( জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক মোহাম্মদ সামছুল হক আলাদা রায়ে এ আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত আলমগীর হোসেন আলম বেনাপোলের সাদিপুর গ্রামের সৈয়দ উদ্দিন ও পালক পিতা মোহাম্মদ আলীর ছেলে এবং জিহাদ আলী সরদার সাদিপুর গ্রামের মধ্যপাড়ার তাহাজ্জত আলী সরদারের ছেলে। সাজাপ্রাপ্ত দুইজনই পলাতক রয়েছে।
বেনাপোলের হত্যা ও চোরাচালান মামলায় ২ জনকে যাবজ্জীবন কারাদন্ড
Comment using Facebook