ফুলবাড়ীগেট চুরি যাওয়া পাইপসহ ৩ চোর আটক

0
91


খানজাহান আলী থানা সংবাদদাতা
খুলনা নগরীর খানজাহান আলী থানাধিন ফুলবাড়ীগেট মীরেরডাঙ্গা নিবিড় আবাসিকের প্রকৌশলী মো. ফরহাদ হোসেনের নির্মানাধীন বাড়ী থেকে চুরি যাওয়া সেন্টারিং এ কাজে ব্যবহৃত ১৩টি স্টিলের জগ পাইপ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ভোর সোয়া ৪টায় পুলিশ চুরি যাওয়া মালামালসহ তিন চোরকে আটক করে। পুলিশ জানায়, নিবিড় আবাসিকের প্রকৌশলী মো. ফরহাদ হোসেনের নির্মানাধীন বাড়ীর ৩য় তলা থেকে চুরি যাওয়া সেন্টারিং এ কাজে ব্যবহৃত ১৩টি স্টিলের জগ পাইপ পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উদ্ধার করে। চুরির ঘটনার সাথে জড়িত ৩জনকে পুলিশ আটক করে এরা হলো গিলাতলা দক্ষিণপাড়ার(পালাপাড়া) মো. আরিফুল ইসলামের পুত্র ইসমাইল হোসেন(২১), দিঘলিয়ার বারাকপুরের মো. আশিক মোড়লের পুত্র মো. ইমন মোড়ল(১৯) এবং দিঘলিয়ার বারাকপুর নিকারিপাড়ার জাহাঙ্গীর বিশ্বাসের পুত্র মো. রাসেল হোসেন(১৯)। এ ব্যাপারে খানজাহান আলী থানায় মামলা নং ৯ তাং ১৩-৯-২০২২।

Comment using Facebook