কোটচাঁদপুর (ঝিনাইদহ) সংবাদদাতা
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার (্্ইউএনও) মোঃ দেলোয়ার হোসেন পানিসম্পদ মন্ত্রনালয়ের সিনিয়র সহকারি সচিব পদে পদোন্নতি পেয়েছেন। আগামী বৃহস্পতিবার পানিসম্পদ মন্ত্রনালয়ের সিনিয়র সহকারি সচিব হিসাবে তিনি যোগদান করবেন। এর আগে রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রনালয়ের এক উপসচিব সাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ প্রদান করা হয়। দেলোয়ার হোসেন ২০২১ সালের ২৯ জুলাই কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার হিসাবে দায়িত্বভার গ্রহন করেন। উপজেলা নির্বাহী অফিসার পদে এক বছর দেড় মাস তিনি সফল ও সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। কর্মক্ষেত্রে দেলোয়ার হোসেন সরকারের নির্দেশনা বাস্তবায়ন সহ সাধারণ মানুষের নানাবিধ সমস্যা সমাধানে অগ্রণী ভূমিকা রাখেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে অর্নাস মাষ্টারর্স ডিগ্রি অর্জন শেষে ৩৩ তম বিসিএস ক্যাডারে প্রশাসনিক কর্মকর্তা হন। তাকে অভিনন্দন জানিয়েছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি, ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন।
Comment using Facebook