স্টাফ রিপোর্টার
কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল উপজেলা পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) যশোর জেলা পুলিশ সুপার বরাবর তিনি তার পদত্যাগ পত্র প্রেরণ করেন। পৌরসভার দাপ্তরিক ও দলীয় কার্যক্রমে ব্যাস্ততার কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেন। কেশবপুরের মানুষ যখন চিহ্নিত এক দুধর্ষ বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে। তারা প্রকাশ্যে চাঁদাবাজি, জমি দখল ও ঘের দখল সহ নানান সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছে। এরফলে গত কয়েক মাসব্যাপী কেশবপুরের আইনশৃংখলার ব্যাপক অবনতি ঘটলে, ৭ সেপ্টেম্বর থানা পুলিশ চাঁদাবাজীসহ বিভিন্ন অভিযোগে কেশবপুরের ত্রাস জামাল ও তার সহযোগী শামীমকে আটক করে। এরপর থেকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। ঠিক এই সময় মেয়র রফিকুল ইসলাম মোড়ল পুলিশিং কমিটি থেকে পদত্যাগ করায় উপজেলাবাসী হতবাক হয়েছেন।
কেশবপুরে পুলিশিং কমিটি থেকে পৌর মেয়রের পদত্যাগ
Comment using Facebook