পথেরবাজার চেকপোষ্টে ইয়াবাসহ আটক ১

0
115


খানজাহান আলী থানা
নগরীর খানজাহান আলী থানাধিন পথেরবাজার পুর্লিশ চেকপোষ্টে নিয়মিত তল্লাশীকালে হানিফ পরিবহনের একজন যাত্রীর কাছ থেকে ৭শ পিচ ইয়াবা উদ্ধার করেছে পথেরবাজার পুলিশ। সোমবার রাত সোয়া ১০টায় পরিবহনের যাত্রী মো. শাহজালাল হোসেন(২৫)কে আটক করা হয়। পুলিশ জানায়, নিয়মিত তল্লাশী অভিযানের অংশহিসাবে সোমবার রাত সোয়া ১০টায় পথেরবাজার চেকপোষ্টে ফাড়ীর ইনচার্জ এসআই রাকিবুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে চেকিং ডিউটি করছিল। এ সময় হাফিন পরিবহনের খুলনামুখি একটি বাস সিগনাল দিলে গাড়ী থেকে এক যাত্রী দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ তাকে ধাওয়া করে গতিবিথি সন্দেহজনক হলে তার দেহ তল্লাশী করে তার কাছ থেকে ৭শ পিচ ইয়াবা উদ্ধার করে। আটককৃত শাহজালাল হোসেন কক্রাবাজারের টেকনাফ থানার ঝিমংখালী (পূর্বপাড়া) এলাকার আবুল কাশেমের পুত্র।

Comment using Facebook