ঢাকা অফিস
বাজারে ভোজ্যতেলের মূল্য বৃদ্ধি নিয়ে ব্যবসায়ীদের কারসাজি বন্ধে সরকারকে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে সমাজতান্ত্রিক মজদুর পার্টি। গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।
বিবৃতিতে সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড সামছুল আলম বলেন, তিন মাসে ভোজ্যতেলের মূল্য দ্বিগুণ বেড়েছে। ব্যবসায়ীরা ফের মূল্য বৃদ্ধির পাঁয়তারা করছে।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির আমলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য লাগামহীনভাবে বেড়েছে। টিপু মুনশিকে ব্যবসায়ী উল্লেখ করে তিনি বলেন, সরকারের বোঝা উচিত, কোনো ব্যবসায়ী কখনও সাধারণ মানুষের কথা ভাবেন না। ব্যবসায়ীরা চলেন লোভ ও লাভের নীতিতে।