মোংলায় জাহাজে পণ্য খালাস মারাত্মকভাবে ব্যাহত

0
98


মোংলা (বাগেরহাট) সংবাদদাতা
টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে মোংলায় জাহাজে পণ্য খালাস মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। মোংলায় মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) ভোর থেকে আবারও শুরু হয়েছে টানা বৃষ্টিপাত। গত রাত থেকে থেমে থেমে হালকা মাঝারি বৃষ্টিপাত হলেও গতকাল ভোর থেকে মুষলধারে বৃষ্টি ঝরছে। গত কয়েকদিন ধরে চলা লঘু ও নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। এর ফলে মোংলাসহ সংলগ্ন উপকূলীয় এলাকা জুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। বৈরি হাওয়া বাড়ীঘর থেকে লোকজনও বের হচ্ছেন কম। আর এতে বেশি বিপাকে পড়েছে দৈনন্দিন খেটে খাওয়া দিনমজুরেরা। এদিকে বৃষ্টিপাতে বন্দরে অবস্থানরত ১৪টি বিদেশী বাণিজ্যিক জাহাজে পণ্য খালাস মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে জানায় বন্দরের হারবার বিভাগ। মোংলা আবহাওয়া অফিসের ইনচার্জ অমরেশ চন্দ্র ঢালী বলেন, পূর্ণিমার ভরা গোন চলায় ও নিম্নচাপের প্রভাবে আজও মোংলাসহ সংলগ্ন সাগর এবং সুন্দরবন উপকূল কয়েক ফুটের অধিক উচ্চতার জ্বলোচ্ছাসে প্লাবিত হওয়ার আশংকা আছে।

Comment using Facebook