নওয়াপাড়া ডেস্ক
স্কিন বা ত্বকের ক্যানসারের পর নারীদের মধ্যে স্তন ক্যানসার সর্বাধিক দেখা দেয়। ২০২১ সালের ফেব্রুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা রিপোর্ট করে, বিশ্বে বর্তমানে স্তন ক্যানসার ফুসফুসের ক্যানসারকেও ছাড়িয়েগেছে। এর আগে ২০২০ সালের ডিসেম্বরে ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যানসার (আইএআরসি) দ্বারা প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, বিশ্বের সবচেয়ে বেশি নির্ণায়ক ক্যানসার হলো স্তন ক্যানসার। অনেকেরই দেরিতে শনাক্ত হয় এই দুরারোগ্য ব্যাধি। তবে এ বিষয়ে সচেতনতা বাড়লে প্রাথমিক পর্যায়েই স্তন ক্যানসার নির্ণয় করা সম্ভব। এজন সব নারীরই জেনে রাখা জরুরি স্তন ক্যানসারের ৯ লক্ষণ সম্পর্কে-স্তনে পি-, স্তনে ব্যথা, দৃশ্যমান শিরা, স্তনবৃন্ত থেকে তরল নিঃসরণম, স্তনে লালচেভাব, স্তনের ত্বকে গর্তভাব, স্তনবৃন্ত ভেতরে ঢুকে যাওয়া, বগলে টিউমার।
ব্রেস্ট ক্যানসারের যে ৯ লক্ষণ সব নারীরই জানা জরুরি
Comment using Facebook